শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোটিশ :

মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা থানায় মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় নিজ স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাকশা গ্রামের মৃত কাশেম সানার পুত্র মোঃ জুমাত আলী সানা। সোমবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ বলেন গত ইং ১৮/০২/২০২৫ তারিখে কয়রা থানার এসআই মনিরের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী নাকশার আহসান, ইসলামপুরের ইয়াছিন আমার বসত বাড়ীতে আসিয়া আমার স্ত্রী সাহিদাকে নামজারত অবস্থায় ধরে ঘরের বাহিরে আনিয়া বলে যে, নাকশার মুক্তারের বাড়ীতে চুরির ঘটনায় তোকে সাক্ষী দিতে হবে, আমার স্ত্রী মিথ্যা ঘটনায় সাক্ষী দিতে অস্বীকার করিলে ইয়াছিন হুমকি দিয়া বলে যে, তুই রাজি না হলে তোর বাসায় অস্ত্র ঢুকিয়ে অস্ত্র মামলা দিব, তোর স্বামীর রাস্তার ধারের দোকান করতে দিবনা এবং তোর স্বামীসহ পরিবারের সদস্যদের ক্ষতি করে ছাড়িব।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমার স্ত্রী সাহিদা খাতুন উপরোক্ত ব্যক্তিদের কথায় রাজি না হলে এসআই মনিরের নেতৃত্বে আমার স্ত্রীকেনাকশা প্রধান সড়কে আনিয়া কোন মহিলা পুলিশ ছাড়া নিজেরা শরীরের লজ্জাস্থানসহ সর্বাঙ্গ শরীর তল্লাশি চালায়। আমার স্ত্রী ইহাতে মারাত্মকলজ্জিত ও সন্মানহানির শিকার হয়। তখন এসআই মনির আমার স্ত্রীকে বলে যে, তুই রাজি না হলে তোকে উলঙ্গ করে পাছা দিয়ে ডিম ঢুকিয়ে ও কারেন্ট শক দিয়ে জীবনে শেষ করে দিব এবং তোর পরিবারের সদস্যদের ও বাচতে দিবনা , বিভিন্ন মালী মোকদ্দমা সহ বিভিন্ন উপায়ে হয়রানি করিয়া ছাড়িব। আমার স্ত্রী জীবনের ভয়ে ও পরিবারের কথা চিন্তা করিয়া তাদের কথায় রাজি হইয়া স্বীকারোক্তি প্রদান করে। উক্ত ঘটনা সম্পূর্ণ সাজানো, আমার স্ত্রী উক্ত চুরির ঘটনায় কোনভাবেই জড়িত নয়। কিন্তু উপরোক্ত ব্যক্তিগণ সম্পূর্ণ ষড়যন্ত্র করিয়া আমার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি প্রদান করিতে বাধ্য করিয়াছে। আমি একজন অসহায় ও প্রতিবন্দি ব্যক্তি, আমি প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে উক্ত অপরাধীগণ তাদের কৃতকর্মের শাস্তি পায়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page