ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের আগামী ০২ ও ০৩ এপ্রিল ২০২৫ ইং
ময়মনসিং বিভাগীয় ব্যুরো প্রধান এ,কে,এম নুর আলম নয়ন : বৃহত্তর ময়মনসিংহ এর জামালপুর ও শেরপুর এ কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ০২ ও ০৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার ও বৃহস্পতিবার প্রত্যহ বাদ আছর হতে ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের ব্যবস্থাপনায় বকশীগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডে অবস্থিত চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।এতে তাকরীর পেশ করবেন দেশের আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামিক স্কলার, প্রখ্যাত মুফাসসিরীনে কেরাম, আলেম ওলামা, পীর মাশায়েখ গণ ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদ এর ঐতিহাসিক তাফসীর মাহফিলটির জনপ্রিয়তা ও গুরুত্ব সর্বসাধারণের নিকট সমাদৃত। যার কারণে এই মাহফিল টি শ্রবণের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণতে থাকেন অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিমরা। তাছাড়া ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদ এর ঐতিহাসিক তাফসীর মাহফিলটা বর্তমান সময়ে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম বৃহৎ মাহফিল হিসেবে পরিণত হয়েছে।। মাহফিলটি জামালপুর জেলার উপজেলাগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। শুধু জামালপুর জেলা নয়, জামালপুর জেলার বাহিরে থেকে আশেপাশের অন্যান্য জেলার বিভিন্ন থানার অনেক মানুষজন এই মাহফিলে এসে থাকেন। তারা আসেন কুরআনের টানে, দ্বীনের নিসবতে, ঈমানী নিসবতে। এ দৃশ্য, এ মানযার চলে আসছে বহু বছর ধরেই। আর এ কারণেই ঐতিহ্যবাহী টিকরকান্দি তাফসীর মাহফিল এন্তেজামিয়া পরিষদের মাহফিলটি বাংলাদেশের একটি ধর্মীয় ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে।
এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।