সত্য প্রকাশ করায় সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ারকে হুমকি ও মানহানি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
সম্প্রতি বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেরই আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ার নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করেন, যেখানে ছয়জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য তুলে ধরা হয়। তবে এতে একটি পক্ষ অসন্তুষ্ট হয়ে তাঁকে নিয়ে অপপ্রচার শুরু করে।বিশ্বস্ত সূত্রে জানা যায়, মোঃ শামীম শাহরিয়ারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া আখ্যা দিয়ে অপমানজনক মন্তব্য করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। অথচ সাংবাদিকতার নীতি মেনে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করাই তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে, সত্য প্রকাশকারীদের এ ধরনের হুমকি-ধমকি বন্ধ করা জরুরি। সাংবাদিক সমাজ মনে করে, একজন পেশাদার সাংবাদিকের উপর এ ধরনের আক্রমণ মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।