কয়রায় বাঘ সংরক্ষনে গনসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
এইচ এম লিটন স্টাফ রিপোর্টার:কয়রায় সুন্দরবনের বাঘ সংরক্ষনে গনসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কাশিয়াবাদ স্টেশনে খুলনা রেঞ্জের উদ্যোগে ও সুন্দরবন
বাঘ সংরক্ষন প্রকল্পের সহযোগিতায় এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় সুন্দরবন সংলগ্ন প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের ১ শ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, কাশিয়াবাদ স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা আল আমিন ,প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, শিক্ষক রোকনুজ্জামান, আঃ রহিম প্রমুখ।